রায়পুরে জলাবদ্ধতা নিরসনে অভিযান

লক্ষ্মীপুরের রায়পুরে জলাবদ্ধতা দূর করতে অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গত তিন দিন ধরে ডাকাতিয়া নদী ও বিভিন্ন খালে পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী বাঁধ, গড়া ও বেয়াল জাল অপসারণ করছেন। সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ আদালতকে সহায়তা করছেন। এতে রায়পুরে জলাবদ্ধতা কমতে শুরু করেছে। ছবিতে শারমিন আলমসহ অন্যদের একটি বেড় অপসারণ করতে দেখা যাচ্ছে। ছবি: মো. মাহবুবুল আলম মিন্টু।

drive against water logging at Raipur