শিশু হত্যার দায়ে নেত্রকোনায় এক জনের যাবজ্জীবন

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগড়াইল গ্রামের শিশু রিজা হত্যার অভিযোগে মঙ্গলবার এক যুবকের যাবজ্জীন কারাদণ্ডের আদেশ দিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক  মো. আব্দুল হামিদ। একই সাথে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে মগড়াইল গ্রামের মতিউর রহমানের ছেলে আল আমীন।

আদালত সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ২০০৭ সালের ৯ মে দুপুরে আসামি আল আমীন মগড়াইল গ্রামের নাদু ফকিরের চার মাসের শিশু কন্যা রিজাকে ঘরের খাটের সাথে আঘাত করে খুন করে। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা নাদু ফকির বাদি হয়ে আল আমীনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০০৭ সালের ২৭ জুন আল আমীনের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দাখিল করে। স্বাক্ষ্যপ্রমান শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদলত এই রায় দেন। আসামি পলাতক রয়েছে। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মো. আব্দুল কাদির ভূইয়া । আসামি পক্ষে ছিলেন এডভোকেট পূরবী কুন্ড।