শেরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

শেরপুর থেকে হাকিম বাবুল: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপযাপন উপলক্ষে শেরপুরের প্রত্যন্ত পল্লী ইলশা এলাকায় মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

Sherpur Pic-1
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপযাপন উপলক্ষে শেরপুরে র‌্যালি বের হয়

এ উপলক্ষে স্থানীয় আরসি বিদ্যালয় প্রাঙ্গণে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে লছমনপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মিনাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা লাকি চিসিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপ-সহকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা সুহাস সাংমা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইলশা ক্লাস্টারের শতাধিক প্রসূতি মা অংশগ্রহণ করেন।