মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: পৃথিবীর একাধিক দেশ জয়ের পর এবার যুক্তরাষ্ট্র জয় করে বুধবার দেশে ফিরছে টাঙ্গাইলের মধুপুরের বুদ্ধিপ্রতিবন্ধী জাকিয়া। বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ‘স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস লস অ্যাঞ্জেলেস ২০১৫’ অংশ নিতে সে ২১ জুলাই যুক্তরাষ্ট্রে যায়।
সেখানে নানা ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সুইড বাংলাদেশের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদরা ১২টি স্বর্ণ জিতে গৌরব অর্জন করেছে। ১২টি স্বর্ণের দুটিই জিতেছে মধুপুরের জাকিয়া। সে বউচি একক ও দ্বৈত ইভেন্টে প্রথম স্থান অধিকার করে ওই দুটি স্বর্ণপদক জয় করে।
মধুপুর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় সূত্র জানায়, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া মধুপুর পৌর শহরের বাসিন্দা শহিদুল ইসলাম মিন্টু এবং কণা বেগমের প্রথম সন্তান। জন্মগত বুদ্ধিপ্রতিবন্ধী জাকিয়া আট বছর বয়সে ওই বিদ্যালয়ে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ কয়েকটি পদক জিতে সে বিদ্যালয়ের সুনাম বয়ে নিয়ে আসে।
মা কণা বেগম জানান, গত ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে অংশ নিয়ে সে একই খেলায় অনুরূপ দু’টি স্বর্ণ পদক জয় করেছিল। পরের বছর (২০১৪) ভারতে অনুষ্ঠিত কালচারাল প্রোগামে আমন্ত্রিত হয়ে জাকিয়াসহ দেশের প্রতিনিধিত্বকারী দল বেশ সুনাম বয়ে নিয়ে আসে।
জাকিয়া যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এবারও পদক জয়ের প্রত্যয় ব্যক্ত করেছিল। তাকে নিয়ে অনুরূপ স্বপ্ন ছিল তার বিদ্যালয়ের শিক্ষক, বাবা-মাসহ সংশ্লিষ্ট সকলের। শেষ পর্যন্ত সবার আকাঙ্খা পূরণ করে জাকিয়া দেশে ফিরছে । তাকে সংবর্ধনা দিতে অপেক্ষায় আছে মধুপুরবাসী।