এসিড খাইয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার গৃহবধু রিতা রানীকে যৌতুকের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আদমপুর গ্রামে শ্বশুর বাড়িতে এসিড খাইয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা শহরে মানববন্ধন হয়েছে।

pic- 1-1
এসিড খাইয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে কয়েকটি নারী সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

রিতা রানীর বাবার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সতরশ্রী গ্রামে। গত ২৬ জুলাই তাকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে এসিড খাইয়ে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।