গফরগাঁও প্রেসক্লাব নির্বাচনে মিন্টু সভাপতি, মারুফ সা.সম্পাদক

গফরগাঁও প্রতিনিধি: গফরগাঁও প্রেসক্লাবের ২০১৫-১৬ কার্যকরী পরিষদের নির্বাচন বুধবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আতাউর রহমান মিন্টু (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে শফিউল আলম মারুফ (দৈনিক মানব জমিন) নির্বাচিত হয়েছেন।

gafaargaon pic.1. 05.08.2015
সভাপতি আতাউর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ

সহসভাপতি পদে মানসুর আহম্মেদ, যুগ্ম সম্পাদক পদে সৈয়দ আসাদুজ্জামান সোহেল, কোষাধ্যক্ষ পদে ইসকান্দার রিভেল, নির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, আশরাফ উদ্দিন সিজেল, তফাজ্জল হোসেন, কামরুজ্জামান লিটন ও আজহারুল হক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে দুপুর ২ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার (আহবায়ক) আজিম উদ্দিন মাষ্টার।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আতিকুল্লাহ, রোবেল মাহমুদ।