টুঙ্গিপাড়ায় হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আবুল হোসেন শেখ (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পলিশ। বুধবার সকালে সহকারী পুলিশ সুপারের (সার্কেল) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার আমীনুল ইসলাম।

Gopalganj Arrested Murder Case Photo 05.08.2015
টুঙ্গিপাড়ায় হত্যা মামলায় গ্রেফতারকৃত ৩ আসামি

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান তিন আসামি মাসুক শেখ (২২), তাইজুল শেখ (২২) ও জাহিদুল শেখকে (২০) গ্রেফতার করা হয়। এর আগে গত সোমবার হত্যা মামলার প্রধান আসামি শওকত শেখকে গ্রেফতার করা হয়। ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে শওকত শেখ। পাওনা ১১ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচা আবুল হোসেন শেখকে ভাতিজা শওকত শেখ আরো কয়েকজনকে সাথে নিয়ে হত্যা করে বলে স্বীকারোক্তি দিয়েছে।

গত ৩ আগষ্ট টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি মধ্যপাড়া এলাকার একটি পুকুর থেকে ভ্যান চালক আবুল হোসেন শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার ছেলে রবিউল শেখ একটি হত্যা মামলা দায়ের করে।