মধুপুরে বাবার সাথে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে বাবার সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে সৈকত (১৩) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র গ্রামের আজগর আলীর ছেলে সৈকত স্থানীয় একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির ছাত্র। বুধবার সকাল ৯টার দিকে খালি বাড়িতে সৈকত ঘরের আড়ার সাথে ঝুলে এ আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানান, বুধবার সকালে প্রথমত বাবার সাথে ঢাকায় এক বোনের বাসায় যাওয়ার বায়না ধরলে বাবা আজগর আলী অস্বীকৃতি জানান এবং লেখাপড়ার কথা তুলে বকাঝকা করেন। দ্বিতীয়ত নবম শ্রেণি পড়ুয়া বোন তামান্নার সাথেও ঝগড়া হয়। এক পর্যায়ে বাবা আজগর আলী ঢাকায়, বোন স্কুলে এবং মা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার পর সে এই ফাঁকে  ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের ও লাশ মর্গে পাঠানোর কথা জানিয়েছেন।