রংপুরে ছাত্র হত্যা মামলায় বন্দে আলীর ফাঁসির আদেশ

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের গঙ্গাচড়ার নবম শ্রেণির ছাত্র রতন চন্দ্র হত্যা মামলায় অভিযুক্ত বন্দে আলীর ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামারুজ্জামান।

RANGPUR FASI PHOTO 06.08.2015
রংপুরে ছাত্র হত্যা মামলায় বন্দে আলীর ফাঁসির আদেশ

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২২ ডিসেম্বর পারিবারিক বিরোধের জের ধরে গঙ্গাচড়ার বাঁশবাড়ি গ্রামের বলরাম চন্দ্র রায়ের পুত্র নবম শ্রেণির ছাত্র রতন চন্দ্র রায়কে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বলরাম চন্দ্র বাদি হয়ে একই এলাকার বন্দে আলী মিয়া ও তার ছেলে জাহিদুল ইসলামের নামে গঙ্গাচড়া থানায় ওইদিনই একটি হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় বন্দে আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ ছেলেকে বাদ দিয়ে পিতা বন্দে আলীর নামে চার্জশিট দেয়। শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান বন্দে আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দেন।