কাউখালীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

প্রতিনিধি: কাউখালী (পিরোজপুর): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে কাউখালীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে ১৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হক, সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন প্রমুখ।