কেন্দুয়ায় যুবককে জবাই করে হত্যা

মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামের একটি ধানের বীজতলা থেকে রুবেল মিয়া (২০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  রুবেল উলুয়াটি গ্রামের কৃষক হাসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রবেল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে এলাকার একটি ধানের বীজতলায় রুবেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দে জানান, রুবেলের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন  রয়েছে। বৃহস্পতিবার  রাতের কোনো এক সময় দূবৃর্ত্তরা  তাকে খুন করে ফেলে রাখে। ময়না তদন্তের জন্য মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

youth killed in netrakona 2
নিহত রুবেল।