রতন সিং, দিনাজপুর: খরাসহিষ্ণু জাতের ধান উৎপাদন নিয়ে দিনাজপুরে নারী কৃষকদের একদিনের প্রশিক্ষণ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ প্রশিক্ষণ হয়। এতে ব্রি ধান৫৬ ও ব্রি ধান৫৭ চাষ ও পরিচর্যা নিয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়। বেসরকারি সংস্থা আরডিআরএস এ প্রশিক্ষণের আয়োজন করে।
কৃষক ফোরামের নেত্রী জাহানারা বেগম প্রশিক্ষণের উদ্বোধনীপর্বে সভাপতিত্ব করেন। কৃষক ফোরামের সভাপতি মনি বেগম ও আরডিআরএস-এর কর্মসূচী ব্যবস্থাপক তপন কুমার সাহা প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করে বক্তব্য রাখেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন বলেন, চারা লাগানোর পর ব্রি ধান৫৬ ও ব্রি ধান৫৭ ১২০ দিনে কাটা যায়। আগাম উৎপাদনের ফলে কৃষকরা একই জমিতে রবিশস্য অথবা অন্য কোনো ফসল ফলিয়ে আর্থিকভাবে লাভবান হবেন।
প্রকল্পের আওতায় সদর উপজেলার আউলিয়াপুর এবং মাসিমপুরের কৃষকরা কেঁচো সার তৈরি করে কৃষকরা উপকৃত হচ্ছেন। ৫০ জন নারী প্রশিক্ষণে অংশ নেন।
বিরামপুরে একজন খুন, নদীর পাড় থেকে লাশ উদ্ধার
বিরামপুর উপজেলা একটি গ্রামে নদীর পাড় থেকে একজনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভীন জানান, দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরের ছোট যমুনা নদীর পাড় থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় একই উপজেলার তারঙ্গপুর গ্রামের জসিম উদ্দীনের (৬০) লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। বুধবার বিকেলে বিরামপুর হাটে আসার পর তিনি আর বাড়ি ফিরে যাননি। পুলিশের ধারণা ছিনতাইকারীদের হামলায় তিনি নিহত হয়েছেন।
মৃতদেহের ময়না তদন্তশেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জসিমের পুত্র মশিউর রহমান পলাশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিরামপুর থানায় মামলা করেছেন।
নির্বাচনী সহিংসতার আসামি ১১ জামায়াতকর্মীর আদালতে আত্মসমর্পণ
দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনায় দিনাজপুরের চিরিরবন্দর থানায় দায়েরকৃত মামলার জামায়াতের ১১ জন পলাতক আসামি বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মো. তৌহিদুল ইসলাম চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিন না-মঞ্জুর করে জেলে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন জলিল (৩৯), ফরিদুল (২৮), বাসেদ (৩২), রশিদুল (৩৫), সোহেল রানা (২৪), দাউদ ইব্রাহীম (৩৫), আসলাম (৪০), রব্বানী (৪২), হাবিবুর (৩৮), রনি (২২) এবং ফয়জার (৩৬)।