প্রতিনিধি, খুলনা: বাঘের ৬৯টি হাড়সহ দুজনকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, কয়রা উপজেলার গিলাবাড়ী গ্রামের আকরাম সরদারের ছেলে এনায়েত হোসেন (২২) ও একই এলাকার সালাম সানার ছেলে বাবু হোসেন (১৮)।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার লঞ্চঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন থেকে আসা একটি ট্রলার নতুন বাজার এলাকায় এলে অভিযান চালিয়ে ছোট-বড় ৬৯টি হাড় উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
পুলিশ বিএনপি নেতা ও জনপ্রতিনিধিদের চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত: খুলনা বিএনপির বিবৃতি
সোলাদানা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম এনামুল হককে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জারিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ গ্রেফতারের পর পাইকগাছা থানার ওসির বরাত দিয়ে বিভিন্ন সংবাদপত্রে তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপহরণসহ ছয়টি মামলা উল্লেখ করে যে সংবাদ ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে পাইকগাছা থানা পুলিশকে বিএনপি নেতা ও জনপ্রতিনিধিদের চরিত্রহননের অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এধরনের কাজ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
নেতৃবৃন্দ জানান, জনপ্রিয় চেয়ারম্যান এনামুল হক দীর্ঘদিন থেকে অসুস্থ। তিনি ভারতে গিয়ে অস্ত্রোপচার করিয়েছেন। দুবার ভারতে চিকিৎসার পর দেশে ফিরে এসে খুলনায় বিশ্রামে থাকা অবস্থায় তিনি জানতে পারেন আন্দোলনের সময় তার বিরুদ্ধে গাড়ি ভাংচুরের একটি মিথ্যা মামলা দায়ের করেছে পাইকগাছা থানা পুলিশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ খুলনা জেলার বিভিন্ন থানা পুলিশকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে অবিলম্বে চেয়ারম্যান এনামুলের নিঃশর্ত মুক্তির দাবিসহ কারাগারে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম মনাসহ সকলের মুক্তি দাবি করেছেন। একই সাথে পুলিশের দেওয়া মিথ্যা তথ্য যাছাই-বাচাই করে সংবাদপত্রে প্রকাশের আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেসিসি মেয়র ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মুশারর্ হোসেন, জাফরুলাহ খান সাচ্চু, আ. জলিল খান কালাম, সিরাজুল ইসলাম মেঝভাই, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, শেখ আমজাদ হোসেন, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, এস এম আরিফুর রহমান প্রমুখ।