প্রতিনিধি, শেরপুর: শেরপুরের বয়লার ও চাতাল শ্রমিকদের নিয়ে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা, সুফল এবং সঠিকভাবে দুধ পান করানোর কৌশল সম্পর্কে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার শহরের খোয়ারপাড় এলাকায় জেলা বয়লার-রাইস মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপযাপন উপলক্ষে জেলা চালকল মালিক সমিতির সহায়তায় ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান আলোচক ছিলেন শেরপুর জেলা হাসপাতাালে সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডা. মো. নুরুন্নবী। শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি জেলা চালকল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম সেলিম, শ্রমিক ইউনিয়ন সম্পাদক মনিরুজ্জামান ময়না, স্বাস্থ্য ব্যবস্থাপক লাকি চিসিম, নারীনেত্রী নাসরিন রহমান, শিক্ষা বিশেষজ্ঞ তাওহিদুল ইসলাম, তৃষ্ণা দাজেল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন চাতালে কর্মরত শতাধিক বয়লার ও চাতাল শ্রমিক অংশগ্রহণ করেন।