রেজাউল করিম, শেরপুর: ছাত্রীদের উত্যক্তকারী বখাটে এবং সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার আর শাস্তির দাবিতে বাজিতখিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক এবং এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে বাজিতাখিলা বাজারে মানববন্ধন করেছে।
বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত বাজিতখিলা বাজারের শেরপুর-বনগাঁ সড়েকের পাশে অনুষ্ঠিত মানববন্ধনশেষে স্থানীয় বখাটে জাহাঙ্গীর আলম ও তার চাচা তারা মিয়ার বিচার দাবি করে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
স্কুলের শিক্ষক ও অভিবাবকরা জানান, বাজিতখিলা ইউনিয়নের সুলতান গ্রামের হুরমুজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং তার কয়েক সহযোগী মিলে ১ আগস্ট বাজিতখিলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করে। কিন্তু ছাত্রীর সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটেরা ছাত্রীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। এ নিয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম এবং তার সহযোগীরা জাহাঙ্গীরের চাচা বাজিতখিলা ইউনিয়নের মেম্বার খোরশেদ আলম তারা মিয়ার প্রশ্রয়ে এলাকায় নানা অপকর্ম করে আসছে। তারা স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন সময় নানাভাবে উত্যক্ত করে আসছিল।