সন্ত্রাসী হামলায় তছনছ হলো গফরগাঁওয়ের পালপাড়া, আহত ৮

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও উপজেলার পাগলা থানার প্রসাদপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে পালপাড়ায় হামলা হয়েছে। প্রতিপক্ষের হুমকির ও আরো হামলার ভয়ে পাল সম্প্রদায়ের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, মোবাইলে মিসকলের জের ধরে বৃহস্পতিবার সকালে প্রভাবশালী পরিবারের যুবক মোশাররফের সঙ্গে প্রতিবেশী পালবাড়ির সুমন পালের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে সালাম, বারেক, রুহুলের নেতৃত্বে রামদা, লাঠিসহ একদল সশস্ত্র লোক পালপাড়ায় হামলা চালিয়ে অজিত পাল ও জগবন্ধু পালের বসতঘর ভাংচূর করে। বিক্রির জন্য পালদের তৈরি করা মাটির পাতিল, পুতুল, মূর্তি ও কলস ভাংচুর করে হামলাকারীরা।

এ সময় হামলাকারীরা অজিত পাল (৪০), সুমন পাল (১৪), মল্লিকা রানী  পাল (৩৮), জগবন্ধু পালকে (৪৫) পিটিয়ে আহত করে। প্রতিবেশী আবুল হোসেন (৫৪), মিনহাজ (১৬), ফাতেমা আক্তার (৪৫), রুমা আক্তার (২৩) পালদের রক্ষা করার জন্য এগিয়ে আসলে তারাও হামলায় আহত হয়।

ঘটনার পর থেকে সন্ত্রাসীদের হুমকির মুখে অজিত পাল ও সুমন পাল বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অজিত পালের স্ত্রী মল্লিকা রানী পাল অভিযোগ করে বলেন, সন্ত্রাসী সালাম, বারেকের হুমকিতে আমার স্বামী ও সন্তান বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিম শুক্রবার দুপুরে ঘটনাস্থলে আসেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে নিরপত্তার আশ্বাস দেন। তিনি বলেন, আতংকগ্রস্ত সংখ্যালঘু সম্পদায়ের লোকজনকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

পাগলা থানার ওসি বদরুল আলম খান বলেন, মশাখালী ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে আমাকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।