শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী প্রেসক্লাবের নির্বাচনে খোরশেদ আলম (দৈনকি ইত্তেফাক) সভাপতি ও গোলাম রব্বানী টিটু (অবকাশ বিডি২৪.কম) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৭ আগষ্ট শুক্রবার স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সদস্যদের কন্ঠভোটে নির্বাচিত অন্যান্যরা হলেন: সহ-সভাপতি- মোহাম্মদ রফিকুল ইসলাম (নিউ নেশন) ও রাজু আহম্মেদ মহির (দৈনিক তথ্যধারা), সহ-সাধারণ সম্পাদক- আসাদুল্লাহ সিরাজী (দৈনিক সংগ্রাম) ও মোহাম্মদ আবু হেলাল (মোহনা টিভি), সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান মাসুম (দৈনিক স্বজন), কোষাধ্যক্ষ- ইউসুফ আলী সরকার, (দৈনিক ভোরের সময়), দপ্তর সম্পাদক- মোহাম্মদ দুদু মল্লিক (দৈনিক পল্লীর আলো), প্রচার সম্পাদক- সারোয়ার সোলায়মান লিটন (আজকের জামালপুর)।
কার্যকরী সদস্য পদে এম. খলিলুর রহমান (দৈনিক নয়াদিগন্ত) সহ আরো ১২ জনকে সহযোগী সদস্য করে মোট ২৩ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।