প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন শনিবার জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদলতের বিচারক হোসাইন হেলাল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শহিদুজ্জামান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়া হায়দার, সিনিয়ার সহকারী জজ জি.এম. নাজমুছ সাহাদাৎ, বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা বারের সভাপাতি একেএম আব্দুল হাই, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সিনিয়র আইনজীবী শাহ-ই আলম বাচ্চু, ড. একে আজাদ ফিরোজ টিপু, আলী আকবরসহ অন্যরা।
জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এ সময় বলেন, বিচারপ্রার্থী জনগণ যাতে সুবিচার পান এজন্য বিচার বিভাগের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সকলকে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।