প্রতিনিধি, বরগুনা: সারাদেশে লোমহর্ষক শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরগুনা জেলা সংসদের আয়োজনে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত সমাবেশে বরগুনা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এডভোকেট মো. শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য চিত্তরঞ্জন শীল, খেলাঘর বরগুনা জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান নশা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপিত আনোয়ার হোসেন মনোয়ার, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বরগুনা উদীচীর সেক্রেটারি এডভোকেট আঃ মোতালেব, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রিংকু প্রমুখ।

গত ৩ আগস্ট বরগুনার তালতলীতে শিশু রবিউলসহ সিলেটে রাজন ও খুলনার রাকিব হত্যার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখেন।