স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে বিদেশি রিভলবার এবং দুই রাউন্ড গুলিসহ ফেরারি আসামি ও যুবলীগকর্মী লিটন ওরফে বান্দর লিটনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়। লিটন শহরের গোকুলনগর এলাকার আব্দুল মজিদ মালিথার ছেলে। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, হত্যা, অপহরণসহ ছয়টি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকার একটি গরুর খামার হতে গ্রেফতার করা হয়। অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করে তাকে জেলে পাঠানো হয়েছে।