প্রতিনিধি, বরগুনা: ছাত্র-ছাত্রীদের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ করেন জেলা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম।
রোববার বেলা সাড়ে ১২টায় বালিকা স্কুল অডিটরিয়ামে সব শিক্ষার্থীদের মাঝে ৬০০টি পেয়ারা এবং কৎবেল গাছের চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সদর থানার অফিসার ইনচার্জ মো. রিয়াজ হোসেন পিপিএম প্রমুখ। এ পর্যন্ত চার প্রতিষ্ঠানে দুই হাজার গাছের চারা বিতরণ করেছে বরগুনা জেলা পুলিশ।