ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি, শোক র‌্যালি

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পরে স্কুল ছাত্র সাজ্জাদ হোসাইন প্রান্তর (১৫) মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যায়িত করে ‘প্রান্ত স্মৃতি সংসদ’ রোববার দুপুরে শহরে শোক র‌্যালি বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে স্মারকলিপি দিয়েছে। এর আগে একই দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচিও পালিত হয়েছে।

Kishoreganj (Prantha Memorial Sangshad)-09-08-15
ট্রেনে কাটা পরে ছাত্রের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি, শোক র‌্যালি

২ আগস্ট বিকালে ব্যবসায়ী এনামুল হক মুসার ছেলে সরকারি বালক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র প্রান্ত কোচিংয়ের উদ্দেশ্যে শহরের উকিলপাড়ার বাসা থেকে বেরিয়েছিল। এরপর রাত ৯টার দিকে শহরের আজিমউদ্দিন হাইস্কুলের কাছে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী ‘৩৯-আপ ঈশা খাঁ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে মৃত অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রান্তর বাবা এনামুল হক তার এজাহারে রাব্বি নামে এক সহপাঠী ডেকে নেওয়ার পর প্রান্তর লাশ পাওয়া যায় উল্লেখ করে কিশোরগঞ্জ জিআরপি থানায় মামলাও করেছেন। এজাহারে আরো দু’জনের নাম রয়েছে বলে জিআরপি থানার ওসি সুভাষ কান্তি দাস জানিয়েছেন। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার বা আটক হয়নি বলে ওসি জানিয়েছেন।