মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এ্যান্ড কলেজ লক্ষ্মীপুর জেলার সেরা কলেজ হিসেবে বিবেচিত হয়েছে। এ কলেজে এবারের পাশের হার ৯৯.৯। জিপিএ-৫ পেয়েছে চারজন। কৃতিত্বপূর্ণ এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উৎফুল্ল। এ ফলাফল ভবিষ্যতে উৎসাহ যোগাবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।
সংশ্লিষ্টরা জানায়, এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশের মতো লক্ষ্মীপুরেও পাশের হার কমেছে। জেলার ২৮টি কলেজ থেকে ৯ হাজার ৪৭৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। পাশ করেছে ৪ হাজার ২৭৪ ওজন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০ জন। জেলায় মোট গড় পাশের হার ৪৫.৮।
রায়পুর উপজেলার পাঁচটি কলেজে এবার পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৬২ জন। পাশ করেছে ৪০৯ জন। গড় পাশের হার ৩৮.১৫।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার শুভ ও প্রিয়ম এবং ব্যবসায় শাখায় রেবেকা ও তৌফা জিপিএ-৫ পেয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমিন বলেন, এ বছর আমাদের কলেজ থেকে ১১০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৯ জন পাশ করে। গত বছরও পাশের হার ছিল ৯৪%। আগামীতে শতভাগ পাশের লক্ষ্যমাত্রা অর্জনের অব্যাহত রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস কলেজের প্রতিষ্ঠাতা ঢাকা কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ কাজী ফারুকী স্যার যে স্বপ্ন নিয়ে এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন, তার সে প্রত্যাশা পূরণ করবোই। বর্তমানে স্কুল ও কলেজ মিলিয়ে এখানে ৯০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। এ কলেজে ৬০ জন শিক্ষক কর্মরত রয়েছে।