এইচএসসিতে লক্ষ্মীপুরের সেরা রায়পুরের ফারুকী কলেজ

মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এ্যান্ড কলেজ লক্ষ্মীপুর জেলার সেরা কলেজ হিসেবে বিবেচিত হয়েছে। এ কলেজে এবারের পাশের হার ৯৯.৯। জিপিএ-৫ পেয়েছে চারজন। কৃতিত্বপূর্ণ এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উৎফুল্ল। এ ফলাফল ভবিষ্যতে উৎসাহ যোগাবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।

সংশ্লিষ্টরা জানায়, এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশের মতো লক্ষ্মীপুরেও পাশের হার কমেছে। জেলার ২৮টি কলেজ থেকে ৯ হাজার ৪৭৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। পাশ করেছে ৪ হাজার ২৭৪ ওজন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০ জন। জেলায় মোট গড় পাশের হার ৪৫.৮।

raipur faruki school tops HSC result 2015
পুরো লক্ষ্মীপুর জেলায় এইচসি ফলাফলের চিত্র হতাশাজনক। ব্যতিক্রম শুধু কাজী ফারুকী স্কুল এ্যান্ড কলেজ। এখানকার শিক্ষার্থীদের আনন্দটা তাই অনেক বেশি।

রায়পুর উপজেলার পাঁচটি কলেজে এবার পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৬২ জন। পাশ করেছে ৪০৯ জন। গড় পাশের হার ৩৮.১৫।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার শুভ ও প্রিয়ম এবং ব্যবসায় শাখায় রেবেকা ও তৌফা জিপিএ-৫ পেয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমিন বলেন, এ বছর আমাদের কলেজ থেকে ১১০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৯ জন পাশ করে। গত বছরও পাশের হার ছিল ৯৪%। আগামীতে শতভাগ পাশের লক্ষ্যমাত্রা অর্জনের অব্যাহত রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস কলেজের প্রতিষ্ঠাতা ঢাকা কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ কাজী ফারুকী স্যার যে স্বপ্ন নিয়ে এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন, তার সে প্রত্যাশা পূরণ করবোই। বর্তমানে স্কুল ও কলেজ মিলিয়ে এখানে ৯০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। এ কলেজে ৬০ জন শিক্ষক কর্মরত রয়েছে।