প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): কাউখালীতে মঙ্গলবার মহিলা পরিষদের কাউখালী শাখার উদ্যোগে কাঠালিয়া গ্রামের গোসনতারা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আলোকে বাংলাদেশ মহিলা পরিষদের মূলনীতি ও কার্যক্রম, তরুণীদের সংগঠনে যুক্ত করা, কর্মী এবং সংগঠকদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা শাখার সাধারণ সম্পাদক সুনন্দা সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মিনতী ঘরামি, শাহিদা হক, রিপা আক্তার, ফরিদা বেগম প্রমুখ।