ধর্মঘট ডাকা হলেও রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা চলেছে

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে ধর্মঘট  ডাকা হলেও মঙ্গলবার সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক নিয়মেই চলছে। ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। ছাত্র-ছাত্রীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ নিয়ে ধর্মঘট আহবানকারীদের কোনো কর্মসূচি চোখে পড়েনি।

এর আগে সোমবার দুপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ বাধা দেওয়া হয়। এ ঘটনায় গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচির ডাক দেয় রাজশাহী নাগরিক সমাজ।

এদিকে ধর্মঘট ডাকলেও গতকাল সকাল থেকেই রাজশাহী মহানগরের শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, শাহীন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ও নর্থ সাউথ স্কুলসহ বিভিন্ন প্রাইভেট ও বেসরাকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাশ-পরীক্ষা শুরু হয়।

এছাড়া সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, কলিজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, শিরোইল স্কুল, রাজশাহী কলেজ, সিটি কলেজ, নিউ গভার্মেন্ট ডিগ্রি কলেজসহ বিভিন্ন সরকারি স্কুল ও কলেজে অন্যান্য দিনের মতোই ক্লাশ-পরীক্ষা চলছে। এসব প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা এসেছে আগের দিনের মতোই।

তবে নাগরিক সমাজের আহবায়ক ও জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলা সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা দাবি করে বলেন, ধর্মঘট পালন হচ্ছে। হয়তো কিছু সরকারি প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে।

গত মার্চে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াত যোগদানের পর তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। পরে গত এপ্রিল থেকে আন্দোলনে নামেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের নেতারা। এছাড়াও শিক্ষা বোর্ডের দু’টি পক্ষের সৃষ্টি হয়। বোর্ড চেয়ারম্যান ও সচিব এই দুই পক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এর আগে কয়েক দফা মারপিটের ঘটনাও ঘটে।