নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মিনকীকান্দা গ্রামের চাঞ্চল্যকর চার বছরের শিশু শরীফ ওরফে সাকিব হত্যার অভিযোগে মঙ্গলবার সকালে তার বাবা মো. আবু হানিফকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ।
আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে আসামি মো. আবু হানিফের স্ত্রী আয়েশা খাতুন তার ছোট ছেলে শরীফকে তার বাবার কাছে রেখে সে বাড়ি থেকে চলে যায়। মা চলে যাবার পর শিশু শরীফ সব সময় মা বলে চিৎকার করতো। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৮ সালের ১৫ জুলাই সকালে আসামি মো. আবু হানিফ রামদা দিয়ে কুপিয়ে শিশু শরীফ ওরফে সাকিবকে খুন করে। ঘটনার দিনই শিশুটির মা আয়েশা খাতুন বাদি হয়ে স্বামী মো. আবু হানিফের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর মো. আবু হানিফের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দাখিল করে।
আট জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদলত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মো. সাইফুল আলম। আসামি পক্ষে ছিলেন এডভোকেট মো. নজরুল ইসলাম খান।