আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টঙ্গাইল): মধুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুক্তাদির আজিজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৩৪ বোতল স্নায়ু উত্তেজক পানীয় ও ১১ হাজার পিস বিনামূল্যের কনডম রাখার দায়ে ব্যবসায়ী রুবেল আহমেদকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, র্যাব-১২ মধুপুর উপজেলার কাকরাইদ রিমঝিম ডিপার্টমেন্ট স্টোরে অভিযান চালিয়ে স্নায়ু উত্তেজক পানীয় ও কনডমসহ স্টোরের মালিক রুবেল আহমেদকে (২৭) আটক করে মধুপুর থানায় সোপর্দ করে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে দণ্ডাদেশ প্রদান করেন। একই আদালত মধুপুরের ১৩ জুয়াড়িকে ১০০ টাকা করে জরিমানা করেন।