প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): মঙ্গলবার দুপুরে শহরের স্কুলপাড়া এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করার সময় সাপের কামড়ে আব্দুর রশিদ (৪২) নামে এক মিস্ত্রি মারা গেছেন। রশিদ গোকুলনগর এলাকার শামসুল আলমের ছেলে । ওয়ার্কশপে কাজ করার সময় একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। দ্রুত তাকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।