নালিতাবাড়ীতে শিশুর আত্মহত্যা

এম. সুরুজ্জামান, শেরপুর: নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামে বুধবার সন্ধ্যায় শিউলি খাতুন (১১) নামের এক শিশু আত্মহত্যা করেছে। ওই গ্রামের মৃত আব্দুল গনি ও জহুরা বেগম দম্পতির একমাত্র সন্তান শিউলি বারমারী মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে শিউলির বাবা  মারা যায়। শিউলিকে মামা আলী হোসেন ও মামি বানেছা বেগমের কাছে রেখে তার মা জীবিকার সন্ধানে ঢাকায় চলে যান। শিউলি মামা-মামির কাছে থেকে লেখাপড়া করত। বানেছা বেগম জানান, ঘটনার দিন শিউলি দীর্ঘ সময় ধরে নিখোঁজ ছিল। দিনের কাজ সেরে তিনি রান্নাবান্না করার চাল আনতে ঘরে যান। তিনি গিয়ে দেখতে পান, বিছানা সোজা ওই ঘরের ধন্নার (আড়কাঠ) সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে শিউলি ঝুলন্ত অবস্থায় আছে। বাড়ির লোকজন শিউলিকে নামিয়ে আনে। কিন্তু ততক্ষণে তার জীবন প্রদীপ নিভে গেছে।

পোড়াগাঁও ইউপি চেয়াম্যান মো. আজাদ মিয়া বলেন, তদন্ত ছাড়া এখন ঘটনা সম্পর্কে কোনো কিছু বলা যাচ্ছে না।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান জানান, ওই এলাকার দফাদার বিষয়টি তাকে ফোনে জানিয়েছেন। তবে কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেননি।