হাকিম বাবুল, শেরপুর: বিশ্ব হাতি দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে র্যালিটি পাবলিক হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে পাবলিক হলে ‘হাতি করলে সংরক্ষণ, ভালো থাকবে সবুজ বন’ এ প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বন বিভাগ এবং আইইউসিএন যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এতে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় প্রধান অতিথি এবং আইইউসিএন বিশেষজ্ঞ সুতপা ভট্টাচার্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন। শেরপুরের সহকারী বন সংরক্ষক মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. জিল্লুর রহমান, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো, তরিকুল ইসলামসহ অন্যরা। আলোচনা সভায় মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন সংক্রান্ত বন বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এতে বন্যহাতি উপদ্রুত এলাকার ভুক্তভোগী অধিবাসী, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।