কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন থেকে অপহৃত জেলে শিশু উদ্ধার

জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): সুন্দরবনের দরজার খাল এলাকা থেকে অপহৃত এক জেলে শিশুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মুক্তিপণের দাবিতে ১৪ আগস্ট ওই শিশুটিকে অপহরণ করে বনদস্যুরা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. এম এ রাহাতুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতির দরজার খাল এলাকা অভিযান চালায় কোস্ট গার্ডের সুপতি স্টেশনের সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা অপহৃত জেলে বেল্লালকে (১৬) খালের চরে ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। বেল্লাল পাথরঘাটার কামাল হোসেনের ছেলে।

child rescued in sundarbans
কোস্ট গার্ডের সদস্যদের সঙ্গে উদ্ধার হওয়া বেল্লাল।