জরুরি কৃষি উপকরণের ভ্যানে মিলল ৫০ লাখ টাকার গাঁজা!

রতন সিং, দিনাজপুর: কাভার্ড ভ্যানে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৫০ লাখা টাকা মূল্যের ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা । এ ঘটনায় গাড়ির চালক নুর হোসেন (২২) ও গাঁজা বহনকারী আব্দুর রহিমকে (৩৩) আটক করা হয়েছে।

ভ্যানটির (চট্ট মেট্রো -অ-১১-০০১৩) ভিতর তিন কেজি ওজনের ৪৫টি এবং এক কেজি ওজনের ১৫টিসহ মোট ৬০টি গাঁজার প্যাকেট লুকানো ছিল।  কার্ভাড ভ্যানটির সামনে ও পিছনে লেখা রয়েছে- জরুরি কৃষি উপকরণ সরবরাহের কাজে নিয়োজিত।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মহিউদ্দিন আহম্মেদ জানান, গাড়ির নম্বর এবং ঠিকানা ভুয়া। কুমিল্লার কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন গাড়ির মালিক ইব্রাহিমের সহযোগিতায় শুধুমাত্র মাদক পরিবহনে কাভার্ড ভ্যানটি তৈরি করা হয়েছে।

র‌্যাব কমান্ডার জানান, গাঁজার চালানটি কুমিল্লা থেকে দিনাজপুর আসছিল। শনিবার রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় নামক স্থানে গাড়িটি আটক করা হয়। এই গাঁজা দিনাজপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী কাশেম, মানিক জামাল ও রফিকের আখড়ায় পৌঁছে দেয়ার জন্য আনা হচ্ছিল। এ ব্যাপারে রোববার ফুলবাড়ী থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।