আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ের পাগলা থানার নিগুয়ারী নগরপাড়া গ্রামে চাদাঁবাজি ও সন্ত্রাসী হামলার আসামিরা জামিনে এসেই মামলার স্বাক্ষীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের হামলায় দুজন আহত হয়েছে।
জানা গেছে, নিগুয়ারী নগরপাড়া গ্রামের ফাল্যানা বাহিনী দীর্ঘদিন যাবত একই গ্রামের তোফাজ্জল, হানিফাসহ একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে আসছিল। চাহিদামতো চাঁদা না পেয়ে ফাল্যানা বাহিনী গত ৫ জুলাই তোফাজ্জলের মাছের খামারে হামলা চালিযে তোফাজ্জলকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় তোফাজ্জল হোসেন পাগলা থানায় মামলা করেন। পুলিশ ২৭ জুলাই ফাল্যানা বাহিনীর কবির, নুর হোসেন ও রাসেলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
মঙ্গলবার আসামিরা জামিনে মুক্তি পায়। বৃহস্পতিবার বিকেলে তারা এলাকায় আসে। রাত ৮টার দিকে ফাল্যানা বাহিনীর আকরাম ও জামিনপ্রাপ্ত কবির, নুর মোহাম্মদ, রাসেলের নেতৃত্বে ৮-১০ তোফাজ্জলের মামলার স্বাক্ষী সাহিদের বাড়িতে হামলা চালায় । এ সময় সন্ত্রাসীরা সাহিদের ভাই আল আমিনের বসতঘর ভাঙচুর করে স্বর্ণালংকার ,নগদ টাকাসহ ২ লাখ টাকার মালামাল লুটপাট করে। সন্ত্রাসীদের হামলায় আল আমিন (৩৫), আল আমিনের ভাতিজা সাদ্দাম হোসেন (২৭) গুরুতর আহত হয়্ । তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে পাগলা ওসি বদরুল আলম খান বলেন , ঘটনা শুনেছি তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।