নেত্রকোনার সাবেক এমপি খসরুর বাসায় চুরি, খোয়া গেছে পিস্তল গুলি টাকা

প্রতিনিধি, নেত্রকোনা:  নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুর শহরের মোক্তারপাড়ার বাসায় শনিবার রাতে চুরি হয়েছে।

আশরাফ আলী খান খসরুর ভাষ্য মতে, চোরেরা  গ্রিল কেটে বাসায় প্রবেশ করে আলমিরা ভেঙে তার লাইসেন্সকৃত পিস্তল, ২১ রাউন্ড গুলি, একটি হাতঘড়ি, নগদ প্রায় ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। ঘুম ভাংলে ভোর পাঁচটার দিকে চুরির ঘটনা টের পান বাসার লোকজন।

রোববার সকালে নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান ওই বাসা পরিদর্শন করেছেন।  নেত্রকোনা মডেল থানার ওসি হুমায়ূন কবীর (তদন্ত) জানান, রোববার সকালে বাসার সীমানা প্রাচীরের ভেতরে আশরাফ আলী খানের লাইসেন্সকৃত একটি শটগান ও ৩৮ রাউন্ড গুলি পাওয়া গেছে।  তার পিস্তল ও ২১ রাউন্ড গুলি উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, তদন্ত চলছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।