বরগুনায় ৫০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি, বরগুনা: জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৫০টি ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জাহাঙ্গীর হাওলাদার বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের নূর মোহাম্মাদের ছেলে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. জাফর হোসেন জানান, শনিবার বেলা আড়াইটার দিকে বরগুনা থেকে নিশানবাড়িয়াগামী একটি বাসে ওই ইয়াবা ব্যবসায়ী যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাসটির পিছু নিয়ে হেউলিবুনিয়া জোমাদ্দার বাড়ি স্টেশনে গিয়ে বাস থামিয়ে জাহাঙ্গীরকে নামিয়ে তার দেহ তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়। পুলিশ জানায়, বরগুনা-নিশানবাড়িয়া রুটের বিভিন্ন পয়েন্টে মাদক ব্যবসার রমরমা বাজার। এর মধ্যে পরিরখাল স্টেশনটি মাদক বিক্রির একটি গুরুত্বপূর্ণ স্পট।