মোতালেব বাহিনীর আখড়ায় কোস্ট গার্ডের হানা, হরিণের খুলি ও গুলি উদ্ধার

জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): সুন্দরবনের লক্ষীখালী এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু মোতালেব বাহিনীর আস্তানা ভেঙে দিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. এম এ রাহাতুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা শনিবার সন্ধ্যায় সুন্দরবনের কৈখালী সংলগ্ন লক্ষীখালী এলাকায় বনদস্যু মোতালেব বাহিনীর আস্তানায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গভীরে পালিয়ে যায়। পরে সেখানকার দস্যুদের আস্তানা ভেঙে তছনছ করে দেয় কোস্ট গার্ড। ঘটনাস্থল থেকে ৩৮৪ রাউন্ড তাজা গুলি, ছয় রাউন্ড গুলির খোসা, শিংসহ একটি হরিণের খুলি, একটি মোবাইল ফোন ও একটি ট্রলার উদ্ধার করেছে কোস্ট গার্ড।

Sundarban Motaleb gang raids
উদ্ধারকৃত মালামালসহ কোস্ট গার্ড সদস্যরা।