হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে ড্রেজিংকালে চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকার কয়েকশ মানুষ বল্লম, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে হামলা চালিয়ে ড্রেজিংকাজ বন্ধ করে দিয়েছে। এ হামলায় শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি), উপ-বিভাগীয় প্রকৌশলী, সার্ভেয়ার ও ওই ইউনিয়নের তহশিলদারসহ পাঁচজন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ এলাকাবাসী ড্রেজিং বন্ধ করার দাবি জানিয়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শেরপুর-জামালপুর সড়ক অবরোধ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা প্রশাসক ডা. এ. এম. পারভেজ রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রহ্মপুত্রের তীরে খাসজমিতে স্পেশাল ইকোনমিক জোন করতে নদীপথ তৈরির জন্য পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা বাড়ানোর জন্য ড্রেজিং কাজ চলাকালে এলাকাবাসী হামলা চালিয়ে কাজ বন্ধ দেয়। এতে কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পানি উন্নয়ন বোর্ড একটি মামলা দায়ের করেছে।