প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ে স্ত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্ত্রী সুমাইয়া আক্তারকে আবু হানিফকে
জানা গেছে, মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শিলাসী গ্রামের আবুল কাশেমের মেয়ে সুমাইয়া আক্তারের সাথে একই গ্রামের নূরুল ইসলামের ছেলে পৌর শহরের কলেজ রোড এলাকার ব্যবসায়ী আবু হানিফের দীর্ঘদিন ধরে মন দেওয়া-নেওয়া চলছিল। আড়াই মাস আগে পৌরসভার সাইফুল ইসলাম কাজির অফিসে তারা লুকিয়ে বিয়ে করে। সুমাইয়ার বড় ভাই নয়ন মিয়ার সকালে থানায় অভিযোগ করে যে, আবু হানিফ সুমাইয়াকে কলেজে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে। এ অভিযোগের ভিত্তিতে বিকেলে গফরগাঁও থানার এএসআই ঈমান আলী কলেজ রোড এলাকার তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবু হানিফকে আটক করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বামীকে পুলিশের কাছ থেকে ছাড়াতে সুমাইয়াকে বেশ তৎপর দেখা গেছে।
গফরগাঁও থানার ওসি আবু ওবায়দা বলেন, হানিফকে আটকের পর জানতে পারি সুমাইয়া ও হানিফ একে অপরকে বিয়ে করেছেন। বিয়ের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।