অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীবরদীর তাতিহাটির চেয়ারম্যান সাময়িক বহিষ্কার

রেজাউল করিম, শেরপুর: প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম হিটলারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এলজিএসপি-২ প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ শাখা তাকে বহিষ্কার করে।