ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরের বিরলে নিহত ২, আহত ১

রতন সিং, দিনাজপুর: বিরল উপজেলার ঢেরাপাটিয়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রেজাউল ইসলাম (২২) ও মোসাদ্দেক হোসেন (২৯) নামের দুইজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ দুর্ঘটনায় একজন আহত হয়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত মধ্যরাতে বিরল উপজেলায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ঢেরাপাটিয়া মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নিহত রেজাউলের বিরল উপজেলার নিজামপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। মোসাদ্দেক বোচাগঞ্জ উপজেলার বনহারা গ্রামের মো. হলদি চাচার ছেলে। অন্য একজনসহ তারা ধুকুরঝাড়ী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় ঢেরাপাটিয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যায়। তাদের সহযাত্রী আহত হয়। সোমবার দুপুরে ময়না তদন্ত শেষে অভিভাবকদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।