দখলবাজ মোল্লাদের নিষ্ঠুরতায় আহত অপদস্থ বাগেরহাটে ৩ সংখ্যালঘু নারী

প্রতিনিধি, বাগেরহাট: মোল্লাহাটে সংখ্যালঘু এক পরিবারের তিন নারীকে প্রকাশ্যে বেপরোয়া মারপিট ও শ্লীলতাহানি করে তাদের জমি জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগ্রামে সোমবার দুপুরে ভূমিদস্যুদের হামলা ও নির্যাতনের শিকার ওই তিন নারীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, চার বছর আগে উপজেলার কামারগ্রামের মৃত দীনবন্ধু বিশ্বাসের এক খণ্ড পৈত্রিক  জমি তার দুই  স্ত্রীর কাছ থেকে বন্ধকী জমায় নিয়ে চাষাবাদ করছেন একই গ্রামের পঞ্চানন বিশ্বাস। ঘটনার দিন ওই জমিতে ধান রোপণ করতে গেলে বন্ধক গ্রহীতাকে বাধা দেন একই গ্রামের মোমরেজ মোল্লার নেতৃত্বে ৫/৬ ব্যাক্তি। বিষয়টি বন্ধক গ্রহীতার মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক জমির মালিকের স্ত্রীদ্বয় শান্তিলতা বিশ্বাস (৬০) ও ফুলমালা বিশ্বাস (৪৫) এবং ছেলের বউ মণিকা বিশ্বাস (৩৫) ঘটনাস্থলে ছুটে যান। ওই সময় মোরেজ মোল্লা, ছবেদ আলী মোল্লা, কবির শেখসহ ৫/৬ জনের দলটি ওই তিন নারীকে এলোপাথাড়ি মারপিট করে কাদার মধ্যে ফেলে নির্যাতন ও শ্লীলতাহানি করে। এক পর্যায়ে আহত অবস্থায় তাদেরকে জমি থেকে দূরে ফেলে আসে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুস সবুর মোল্লাসহ স্থানীয়রা জানান, হামলাকারী মোমরেজ মোল্লা একজন চিহ্নিত জালিয়াত ও দখলবাজ। তবে মোমরেজ মোল্লা এ অভিযোগ অস্বীকার করেন।