প্রতিনিধি, বাগেরহাট: শরণখোলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বকুলতলা গ্রামে তারা পুকুরে পড়ে যায়।
দুই শিশু হলো বকুলতলা গ্রামের মান্নান হওলাদারের মেয়ে নওরীন (৫) ও কুষ্টিয়ার আবদুর রাজ্জাক মন্ডলের মেয়ে শান্তা (৬)। তারা দুজন মামাতো ও ফুফাতো বোন। কয়েকদিন আগে কুষ্টিয়া থেকে মায়ের সাথে শান্তা নানা বাড়ি বেড়াতে এসেছিল।
পরিবার সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় পা ধুতে শান্তা ও নওরীন পাশের বাড়ির মজিদ মীরের পুকুরে যায়। সেখান থেকে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোজঁখুজি করে। পরে পুকুরে জুতা ভাসতে দেখে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।