স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ মোফাজ্জল হোসেন ওরফে মফেজ্জল (৩২) নামে এক ইসলামি ছাত্র শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঈশ্বরদীর বাঁশেরবাদা এলাকা থেকে সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
মোফাজ্জল ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের গণি সরদারের ছেলে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়াসহ ছয় মামলার পলাতক আসামি এই শিবির ক্যাডার মোফাজ্জল। বাঁশেরবাদা এলাকায় অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে একটি অত্যাধুনিক বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। ঈশ্বরদী থানায় মোফাজ্জলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে সোমবার তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।