প্র্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর): চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব রায়পুরের কৃতি সন্তান আওলাদে রাসূল (সা:) আল্লামা মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানীর স্ত্রী সাইয়্যেদা কারিমা আবেদ শাহ মুজাদ্দেদি (৪৮) রোববার সকাল ১১টার সময় ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নানিল্লাহ……….রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার সময় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দগঞ্জ ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সাইয়্যেদা কারিমার অকালমৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন চট্টগ্রাম বায়তুশ শরফের পীর আল্লামা শাহ কুতুব উদ্দিন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, হারুনুর রশিদ, লক্ষ্মীপুর আল ইসলাম সোসাইটির সভাপতি এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুনছুর আহম্মদ, হায়দগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ, হায়দগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. একে এম ফজলুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম, কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নাজমুল হুদা, রায়পুর পৌরসভা জামায়াতের আমির মাস্টার ইসমাইল, রায়পুর ইমাম সমিতির সভাপতি মাওলানা সালেহ আহম্মদ, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক এ্যাড. কামাল উদ্দিন প্রমুখ ।