মো: ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): কমলনগরে পানিতে ডুবে আইমুন আক্তার (৭) ও বিবি খাদিজা (৩) নামে দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশের একটি খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
আইমুন আক্তার জাঙ্গালিয়া গ্রামের আমিন উল্যার মেয়ে এবং উত্তর-পশ্চিম চর জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। বিবি খাদিজা একই গ্রামের আমজাদ হোসেন লিটনের মেয়ে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।
আমিন উল্যাহ জানান, দুপুরে তারা বিলের মধ্য দিয়ে পাশের বাড়ি যাচ্ছিলো। এ সময় অজান্তে বিলের মাঝে থাকা পানি ভর্তি খাদে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বিকেলে ওই খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।