রাজশাহীতে ট্রাকের চাপায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া এলাকার পুঠিয়া-তাহেরপুর সড়কে বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের সাত যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের ছয়জন বলে জানিয়েছেন শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্যাটারিচালিত রিকশাভ্যানের চালক বিদ্যুৎ (৩৬), তার স্ত্রী বৃষ্টি (২১), ছেলে রুদ্র (৬), বড় বোন বিচিত্রা (৪৫), চাচাতো বোন সুমী (২৮) ও পূজা (১০)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। সবার বাড়ি পুঠিয়ার দাসমাড়িয়া এলাকায়।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, বিকেলে বাগমারার তাহেরপুর থেকে দাওয়াত খেয়ে পরিবারের লোকজনকে নিয়ে বাড়ি ফিরছিলেন বিদ্যুৎ। পথে তেবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রাকটির সঙ্গে ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হন।

পুঠিয়ার শিলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক-হেলপারকে ধরে পিটুনি দিয়ে আটক রাখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সোপর্দ করা হয়।
সাজ্জাদ হোসেন মুকুল আরো জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে হেলপার ও চালককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাগমারা-পুঠিয়া সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।