এম. সুরুজ্জামান, শেরপুর: শ্রীবরদী উপজেলার সাতানী ও কলাকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাতানী এলাকার মো. মাহবুব আলম (৩২) ও কলাকান্দা এলাকার মো. বিল্লাল হোসেন (৪০)। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতানী ও কলাকান্দা পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে হেরোইনসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। পরে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।