সমস্যা ও উদ্যোগে সাংবাদিকদের পাশে চেয়েছেন শেরপুরের জেলা প্রশাসক

প্রতিনিধি, শেরপুর: শেরপুরের নতুন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সাথে শেরপুর প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসকের বাসভবনে এ মতবিনিময়ে জেলা প্রশাসক স্থানীয় সমস্যা ও উন্নয়নমূলক কাজের বন্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি জেলার শিক্ষার মানোন্নয়নে এবং বাল্যবিবাহরোধে সাংবাদিকদের এগিয়ে আসার জন্য এবং প্রশাসনের সাথে একযোগে কাজ করারও আহ্বান জানান। জেলা প্রশাসকশেরপুর জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাাল শেরপুর টাইমস ডটকমের প্রশংসা করেন।

dr AM parvez rahim-sherpur DC
শেরপুরের সাংবাদিক নেতাদের সঙ্গে জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক ও আমাদের সময় জেলা প্রতিনিধি সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি ও শেরপুর টাইমস ডটকম সম্পাদক শাহরিয়ার মিল্টন, কোষাধ্যক্ষ ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি আবুল হাশিম, নির্বাহী সদস্য ও দেশ টিভি প্রতিনিধি রাফিক মজিদ, নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুদ হাসান বাদল। এছাড়া এডিসি (জেনারেল) অঞ্জন চন্দ্র পাল ও এনডিসি মামুনুর রহমান মামুন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ২৫ জুন শেরপুর জেলার দায়িত্বভার গ্রহণ করেন।