সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, রাজশাহী: সাংবাদিক প্রবীর সিকদারকে মুক্তি ও তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

rajshahi human chain demanding probir shikder release
সাংবাদিক প্রবীর শিকদারের মুক্তি চেয়ে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের পরিচালনায় মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজে’র সদস্য কাজী গিয়াস, স্থানীয় দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল, আরইউজের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, আরইউজের কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।