কমলনগরে খালে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

মো: ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): কমলনগরে খালে পানিতে পড়ে দেড় বছর বয়সী একটি শিশু মারা গেছে। বুধবার  দুপুরে চরজাঙ্গালিয়া গ্রামের আব্দুর রশিদের বাড়ির সামনে নাকশিয়ার খালে পড়ে ডুবে মারা যায় চরলরেন্সের আব্দুল করিমের ছেলে মাহী।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, মাহীর মা মুন্নি বেগম বাবা আব্দুর রশিদের বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এর ফাঁকে শিশুটি সবার অগোচরে বাড়ির সামনে খালে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে খালে পাতা একটি বেড়জালে তার লাশ পাওয়া যায়।